Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কালুখালী রেলজংশন/রেলষ্টেশন
স্থান
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ০১ নং রতনদিয়া ইউনিয়নে ।
কিভাবে যাওয়া যায়
কালুখালী উপজেলা পরিষদ হতে পাকা রাস্তা পায়ে হেটে অথবা রিক্সা, অটো- রিক্সা, ভ্যান যোগে যাওয়া যায়।
বিস্তারিত

১।কালুখালী রেলষ্টেশনঃ রেলজংশনটি ১৯৩১ সালে বৃটিশ শ্বাসনামলে প্রতিষ্ঠিত হয়। রেলজংশনটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ০১ নং রতনদিয়া ইউয়নিয়নের মালিয়াট গ্রামে অবস্থিত।কয়েক বছর আগেও রেলজংশনটির এরকম ছিলো না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাচিনার প্রচেষ্টায় তৈরী হয়। ২০১৩ সালে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাচিনা ষ্টেশনটি উদ্বোধন করেন।ষ্টেশনটির সাথে পশ্চিমে কুষ্টিয়া জেলা হয়ে ঈশ্বরদী পূরাদহ, মেহেরপুর ইত্যাদি জেলার সাথে মিলিত হয়েছে এবং পূর্বে ঢাকার সাথে যোগাযোগের জন্য গোয়ালন্দ ঘাট পর্যন্ত শেষ হয়েছে। দক্ষিণে কালুখালী থেকে বালিয়াকান্দি উপজেলা হয়ে ফরিদপুর জেলার সাথে মিলিত হয়েছে। রেল জংশনটি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি বাংলাদেশের অন্যান্য রেল জংশন এর মত বড় হয়েছে। দুইটি প্লাটফরম রয়েছে। রয়েছে একসাথে অনেক মানুষ বসার সু-ব্যবস্থা। বিকেল হলেই দূর দূরান্তের অনেক মানুষ দর্শনের জন্য এখানে এসে সময় কাটায়। রেল জংশনটি  কালুখালী উপজেলার প্রাণ কেন্দ্র বলা যায়।