কালুখালী ডিগ্রি কলেজ
রাজবাড়ী জেলার কালুখালীঅ উপজেলাধীন রতনদিয়া গ্রামে চন্দনা নদীর তীরে মনোরম পরিবেশে এলাকার সর্ব্সাধারনের প্রচেষ্টায় ১৯৮৮ সালে কলেজটি প্রতিষ্ঠা লাভ করে। ১৯৯৪ সালে কলেজটি উচ্চ মাধ্যমিক কলেজ হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়। কলেজটিতে মানবিক, বিজ্ঞান ও ব্যাবসায় শিক্ষা শাখা খোলা আছে। ২০০০ সালে কলেজটি ডিগ্রিী কলেজটি ডিগ্রি কলেজে উন্নতি হয়। ডিগ্রী কোর্সে বিিএ, বি, এস, এস, শাখা চালু আছে। ২০১১ সালে কলেজটিতে উন্মুক্ত কোর্স চালু করা হয়। কলেজটিতে ছাত্র- ছাত্রীর সংখ্যা খুবই সন্তোষজনক।
ইতিহাসঃ শিক্ষা দিক্ষায় অত্র এলাকাটি ছিল খুবই অনগ্রসর। এলাকাবাসীর বেশীরভাগই দরিদ্র সীমার নিচে বাস করত। মাধ্যমিক পাশের পূর্বেই ছেলে মেয়েরা শিক্ষা থেকে বাদ পড়ে যেতদ।এসব কথা ভেবেই এ এলাকার সচেতন ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন সরদার ১৯৭২ সালে কাল্যুখালীতে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন কতরেন। কিন্তু দূর্ভাগ্য বশত তিনি হটাৎ গুলি বিদ্ধ হন। এরপর সকল তৎপরতা থেমে যায়। অতপর ১৯৮৭ সালে বীর মুক্তিযোদ্ধা জনাব আবু হোসেন সরদার, জনাব রফিক হোসেন চৌধুরী, জনাব জমশেদ উদ্দিন মিঞা, জনাব হাবীবর রহমান এবং এলাকার সর্বসাধারনের সমন্বয়ে বহু ঘাত প্রতিঘাতের মধ্যদিয়ে কলেজটির যাত্রা শুরু হয়। সে সময় সভাপতির দায়ীত্ব পালন করেন জনাব হবিবর রহমান সাহেব। অতপর ১৯৮৮ সালে কলেজটি পূর্ন্ভাবে প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৯৪ সালে স্বীকৃতি প্রাপ্ত হয়।
কমিটির তলিকাঃ নিয়মিত
পাবলিক পরিক্ষার ফলাফলঃ ২০০৭= ১১৩ জন=৫৯=৫২% ২০০৯=২০৪=৯৮=৪৪% ২০০৮=১৭৬=১০৮=৬১% ২০১০=২৮২=১২৩=৪৪% ২০১=২৮৮=২১৩=৭৪%
পরিকল্পনাঃ অনার্স্ কোর্স্ চালু করা এবং সরকারি করণ।অধ্যক্ষ এ,কে,এম জয়নুল আবেদীন।
01716-823334
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস