Wellcome to National Portal

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কালুখালী,রাজবাড়ী এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার পটভূমি

রাজবাড়ী জেলার বৃহৎপাংশা উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে কালুখালী উপজেলা গঠিত। ইউনিয়নগুলো হচ্ছে :রতনদিয়া ইউপি,কালিকাপুর ইউপি, বোয়ালিয়া ইউপি, মাঝবাড়ী ইউপি, মদাপুর ইউপি, মৃগী ইউপি ও সাওরাইল ইউপি। ২০১০ সালে জুন মাসে কালুখালী উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। উপজেলার প্রশাসনিক ভবন চন্দনা নদীর তীরে কালুখালী ডিগ্রী কলেজের দক্ষিন-পূর্ব পার্শ্বে পাকা রাস্তা সংলগ্ন ।  এ উপজেলার উত্তরে পদ্মা নদী ও পাবনা জেলার সুজানগর থানা এলাকা, দক্ষিণে বালিয়াকান্দি উপজেলার নবাববপুর ও ইসলামপুর ইউপি এবং মাগুরা জেলার শ্রীপুর থানা, পূর্বে রাজবাড়ী জেলার খাঁনগঞ্জ, চন্দনা ও রামকান্তপুর ইউপি, পশ্চিমে পাংশা পৌরসভা, মৌরাট, পাট্টা ও হাবাসপুর ইউনিয়ন এলাকা। এ উপজেলার জনসংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৪৪ জন। আয়তন ১৬,৯৫৮ বর্গ কিলোমিটার। শিক্ষার হার ৫১.০২% ।