রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মধ্যে ০৪ (চার)টি নদী রয়েছে। ০১। পদ্মা ০২। গড়াই ০৩। চন্দনা ও ৪। হড়াই এই নদীগুলোর মধ্যে অন্যতম নদী হলো পদ্মা যার স্রোত সবসময় বহমান। এর মধ্যে উল্লেখযোগ্য নদী হলো গড়াই। এ নদীটি কালুখালী উপজেলার ০৭ নং সাওরাইল ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে। নদীটিতে বারোমাস স্রোত না থাকলেও কিছু কিছু জায়গাতে চর পরে যায়। দক্ষিনে মাগুরা জেলার সাথে যোগযোগের অন্যতম পথ এই নদী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস