মৌকুড়ী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের মৌকুড়ী মৌজায় অবস্থিত। বিদ্যালয়টি কালুখালী উপজেলায় অবস্থিত হলেও পাংশা পৌরসভার অতি নিকটে। বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে চন্দনা নদী। বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত মনোরম। বিদ্যালয়টি একটি দ্বিতল ভবন ও ২টি আধাপাকা গৃহে ৯টি শ্রেণীকসহ মোট ১২টি ক রয়েছে। পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা পেলে বিদ্যালয়টি মাধ্যমিক শিক্ষাবিস্তারে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে পারে।
মৌকুড়ী উচ্চ বিদ্যালয়টি কালিকাপুর ইউনিয়নে সর্বপ্রথম ম্যাধ্যমিক বিদ্যালয়। এই ইউনিয়নে কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় সর্ব সাধারণের ছেলে-মেয়েদের লেখা পড়ার দুরাবস্থার কথা চিন্তা করে মীর মোঃ আঃ বাতেন সাহেবের নেতৃত্বে স্থানীয় জনগন মরহুম এন্তাজ আলী মোল্লার জমি দানের মধ্যদিয়ে একটি বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত সর্ব সাধারণের সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। ঐ সভার সভাপতির আসন অলংকৃত করেন মোঃ মোসলেম উদ্দিন বিশ্বাস। বিদ্যালয় ০১/০১/৮৬ সরকারী স্বীকৃতি লাভ করে ।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য কপি সংযুক্ত।
বিগত ৫ বছরের সমাপনী
পাবলিক পরীক্ষার ফলাফল
এস,এস,সি ১০ সাল ৭২.৯২%, এস,এস,সি ১১ সাল ৭৪.৬০%,
জুনিয়ার বৃত্তি ২০০৭ সাধারণ ১জন
অর্জন অত্র বিদ্যালয়ে অধ্যয়নকৃত ছাত্র-ছাত্রীরা বিসিএস ৩জন , এমবিবিএস ০২ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত।
ভবিষ্যৎ পরিকল্পনা উপজেলার সেরা স্কুল হিসাবে প্রতিষ্ঠা করা এবং ১০০% পাশ নিশ্চিত করা।
যোগাযোগ (ইমেইল এড্রেসসহ) ০১৯১৫-৫৪২৩০৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস