সংপ্তি বর্ণনা
রাজবাড়ী জেলার নব গঠিত কালুখালী উপজেলা থেকে দক্ষিন পশ্চিম দিকে ১৫ কি:মি: দূরে মৃগী ইউনিয়নের অন্তর্গত আখরজানী বাজার সংলগ্ন অদূরে অত্যন্ত মনোরম পরিবেশে আখরজানী উচ্চ বিদ্যালয়ের অবস্থান। এখানে জেলে, কামার, কুমার,চাষী ব্যবসায়ী ও চাকুরী জীবী সহ বিভিন ধর্মাবলম্বী মানুষের বসবাস।আখরজানী উচচ বিদ্যালয়, ডাকঘরঃ- হোগলাডাঙ্গী, উপজেলাঃ- কালুখালী, জেলাঃ- রাজবাড়ী।
৬ষ্ঠ শ্রেণী হইতে ১০ম শ্রেণী পর্যন্ত সাধারণ শাখায় ও এস.এস.সি ভোকেশনাল শাখায় ৯ম ও ১০ম শ্রেণীতে পাঠ দান করা হয়।
প্রতিষ্ঠাকাল
1974
ইতিহাস
ইতিহাস ১৯৭৪ সালে স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিদের প্রচেষ্টায় ৮ম শ্রেণী চালু হয় এবং ১৯৯৬ সাল হইতে নবম শ্রেণী খোলার অনুমতি প্রাপ্ত হয়। ২০০৭ সাল হইতে এ.এস.সি ভোকেশনাল শাখা এ্যাফিলিয়েশন প্রাপ্ত হইয়া অদ্যাবধি সুনামের সহিত পরিচালিত হইয়া আসিতেছে।