রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন মৃগী ইউনিয়ন এর মনোরম পরিবেশে এলাকার সর্ব্সাধারনের প্রচেষ্টায় ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠা লাভ করে। ২০০১ সালে কলেজটি উচ্চ মাধ্যমিক কলেজ হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়। কলেজটিতে মানবিক, বিজ্ঞান ও ব্যাবসায় শিক্ষা শাখা খোলা আছে। ২০০২ সালে কলেজটি ডিগ্রি কলেজে উন্নতি হয়। ডিগ্রী কোর্সে বিএ, বি, এস, এস, শাখা চালু আছে। ২০১১ সালে কলেজটিতে উন্মুক্ত কোর্স চালু করা হয়। কলেজটিতে ছাত্র- ছাত্রীর সংখ্যা খুবই সন্তোষজনক।
ইতিহাসঃ শিক্ষা দিক্ষায় অত্র এলাকাটি ছিল খুবই অনগ্রসর। এলাকাবাসীর বেশীরভাগই দরিদ্র সীমার নিচে বাস করত। মাধ্যমিক পাশের পূর্বেই ছেলে মেয়েরা শিক্ষা থেকে বাদ পড়ে যেতদ।এসব কথা ভেবেই এ এলাকার সচেতন ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন সরদার ১৯৭২ সালে কাল্যুখালীতে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন কতরেন। কিন্তু দূর্ভাগ্য বশত তিনি হটাৎ গুলি বিদ্ধ হন। এরপর সকল তৎপরতা থেমে যায়। অতপর ১৯৯৫ সালে বীর মুক্তিযোদ্ধা জনাব আবু হোসেন সরদার, এবং এলাকার সর্ব্সাধারনের সমন্বয়ে বহু ঘাত প্রতিঘাতের মধ্যদিয়ে কলেজটির যাত্রা শুরু হয়। সে সময় সভাপতির দায়ীত্ব পালন করেন জনাব হবিবর রহমান সাহেব। অতপর ২০০০ সালে কলেজটি পূর্ন্ভাবে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০০৯ সালে স্বীকৃতি প্রাপ্ত হয়।
ক্রমিক নং | নাম | পদবী | মোবাইল নং |
0১ | মোঃ মতিউর রহমান বাদশা | সভাপতি | 01711382555 |
0২ | মোঃলৎফর রহমান | সদস্য সচিব | 01714545348 |
0৩ | মীর মোঃ আঃ বাতেন | প্রতিষ্ঠাতা সদস্য | 01716437375 |
0৪ | মোঃইউনুছ আলী মোল্লা | বিদ্যাৎসাহী সদস্য | 01726459627 |
0৫ | মীরমোঃ আঃ ওহাব | দাতা সদস্য | 01754369548 |
পাবলিক পরিক্ষার ফলাফলঃ ২০০৭= ১১৩ জন=৫৯=৫২% ২০০৯=২০৪=৯৮=৪৪%
পাবলিক পরিক্ষার ফলাফলঃ ২০০৭= ১১৩ জন=৫৯=৫২% ২০০৯=২০৪=৯৮=৪৪%
পরিকল্পনাঃ অনার্স্ কোর্স্ চালু করা এবং সরকারি করণ।
01711464656
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস