রাজবাড়ী জেলার অধীনে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ১৯৯৪ সালে মৃগীবাড়ী, নিয়ামতপুর, শিকজান, বানজানা, বড়ইচারা, কলকলিয়া, খরখরিয়া, সমন্বয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এখানে প্রায় ৩৫০০ লোক বাস করে।এর মধ্যে এলাকার কিছু বিত্তসালী লোক এবং শিক্ষিত সমাজের আলোকিত জ্ঞানীধারদের ঐকান্তিক প্রচেষ্টায় স্কুলটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করা হয়। এর পথ ধরে আগামী প্রজন্মের জন্য যাত্রা শুরু করে স্কুলটি।
ইতিহাসরাজবাড়ী জেলার অধীনে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ১৯৯৪ সালে মৃগীবাড়ী, নিয়ামতপুর, শিকজান, বানজানা, বড়ইচারা, কলকলিয়া, খরখরিয়া, সমন্বয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এখানে প্রায় ৩৫০০ লোক বাস করে।
০১/০৯/১৯৯৪ ইং সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত।
০১/০১/১৯৯৯ইং সালে প্রাথমিক অনুমতি প্রাপ্ত।
০১/০১/২০০২ইং সালে নিম্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃত
০১/০৫/২০১০ সালে এম.পিও ভূক্ত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস