রাজবাড়ী জেলার নবগঠিত কালুখালী উপজেলাধীন লাড়ীবাড়ী গ্রামে লাড়ীবাড়ী বাজার সংলগ্ন পাংশঅ/বালিয়াকান্দি সড়কের পশ্চিম পার্শে চত্রা নদীর তীরে মনোরম পরিবেশে এলাকার সর্ব-সাধারনের প্রচেষ্টায় ১৯৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে।
১৯৯৪ ইং সালে স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিদের প্রচেষ্টায় ৮ম শ্রেনী পর্যন্ত চালু করা হয় এবং ২০১০ সাল হইতে নবম শ্রেনী খোলার অনুমতি প্রাপ্ত হয়ে অদ্যাবধি সুনামের সহিত পরিচালিত হইয়া আসিতেছে।
এডহক
সন্তোষজনক, পাবলিক পরিক্ষার ফলাফলঃ জেএসসি-২০১১- ১০০%
জেএসসি পরিক্ষায়-২০১১- ১০০%
উত্তরোত্তর উন্নয়ন সাধন, একাদশ ও দাব্দশ শ্রেণী চালু করন।
লাড়ীবাড়ী উচ্চ বিদ্যালয়ঃ গ্রামঃ লাড়ীবাড়ী, ডাকঘরঃ মৃগী বাজার, উপজেলাঃ কালুখালী, জেলাঃ রাজবাড়ী।
মোবাইলঃ 01719273705
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস