রাজবাড়ী জেলার নবগঠিত কালুখালী উপজেলার পাতুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি এলাকার কিছু গণ্যমাণ্য ব্যাক্তিদের এবং মিক্ষালোক ব্যক্তিদের সহোযোগীতা ও বিত্তশালী কিছু লোকের প্রভাবে বিদ্যালয়টি 1970 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম অবস্থায় বিদ্যালটি ছিল জরাজীর্ন্ বেশি ছাত্র/ছাত্রী ও শিক্ষক ছিলেন না। কিন্তু এখন উপজেলার একটি ভালো মানের স্কুল নামে পরিচিত লাভ করেছে।এখন বিদ্যালয়টিতে একতলা বিশিষ্ট একটি ভবন বিদ্যমান রয়েছে। এ বিদ্যালয়ে সম্মূখে একটি মাধ্যমিক বিদ্যালয় ও বিরাট খেলার মাঠ রয়েছে। বিদ্যালয়টিতে প্রায় 400 জন ছাত্র/ছাত্রী আছে।
রাজবাড়ী জেলার নবগঠিত কালুখালী উপজেলার পাতুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি এলাকার কিছু গণ্যমাণ্য ব্যাক্তিদের এবং মিক্ষালোক ব্যক্তিদের সহোযোগীতা ও বিত্তশালী কিছু লোকের প্রভাবে বিদ্যালয়টি 1970 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম অবস্থায় বিদ্যালটি ছিল জরাজীর্ন্ বেশি ছাত্র/ছাত্রী ও শিক্ষক ছিলেন না। কিন্তু এখন উপজেলার একটি ভালো মানের স্কুল নামে পরিচিত লাভ করেছে।এখন বিদ্যালয়টিতে দোতলা বিশিষ্ট একটি ভবন বিদ্যমান রয়েছে। এ বিদ্যালয়ে সম্মূখে একটি মাধ্যমিক বিদ্যালয় ও বিরাট খেলার মাঠ রয়েছে। বিদ্যালয়টিতে প্রায় 400 জন ছাত্র/ছাত্রী আছে।
কালুখালী উপজেলার সেরা স্কুল পদটি লাভ করা এবং স্কুলটির সুদীর্ঘ প্রসার করা।
মো সাখাওয়াত হোসেন
প্রধান শিক্ষক
চরপাতুরিয়া
মোবাইল নং- 01721783665
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস