বিদ্যালয়টি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের দেওয়ালী গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৯৪ ইং সালে প্রতিষ্ঠিত। প্রথমে বিদ্যালয়টি ১৯৯৬ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়। পরবর্তীতে ২০১০ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়। বিদ্যালয়টিতে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিা ও কম্পিউটার শাখা খোলা আছে। যাহা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ড, ঢাকা কর্তৃক অনুমতির অপোয়। ছাত্র-ছাত্রীর সংখ্যা সন্তোষজনক। জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার ফলাফল সন্তোষজনক।
ইতিহাসমোঃ শহীদুর রহমান এর উদ্দ্যেগে দানবীর হাজী আমজাদ হোসেন খান, মোঃ কাশেম মন্ডল, মোঃ ইদ্রিস আলী বিশ্বাস, মোঃ আঃ জলিল খান, মোঃ আজিম উদ্দিন মোল্লা, মোঃ তবজেল হোসেন ও মোছাঃ ছায়মানা বেগম এর জমি দানের মধ্য দিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্দ্যেগ গ্রহণ করা হয়। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আপামর জনগণ বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে অর্থ ও মৌসুমী ফসল দিয়ে সাহায্য করেন। দেওয়ালী, বথুন্দিয়া ও পাচুরিয়া গ্রামের ইংরেজী নামের প্রথম অর দ্বারা বিদ্যালয়টির নাম করন করা হয়।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য নিয়মিত
বিগত ৫ বছরের সমাপনী ২০০৭-৮৩.১৭%, ২০০৮- ৯৬%, ২০০৯- ৮৯%, ২০১০- ৯৮%, ২০১১-৯৪%
পাবলিক পরীার ফলাফল
২০০৯ সালে ৮মে শ্রণীতে একজন ছাত্র সাধারণ বৃত্তি পেয়েছিল।
অর্জন ২০০৯ সালে ৮মে শ্রণীতে একজন ছাত্র সাধারণ বৃত্তি প্রাপ্তি। ২০১০ সাল থেকে ২০১১ সালে জে,এস,সি পরীায় পাশের হার ১৩% বৃদ্ধি
ভবিষ্যৎ পরিকল্পনা শিার গুনগতমান বৃদ্ধি, জে,এস,সি ও এস,এস,সি পরীার ফলাফল ১০০% ও পরীায় এ+ প্রাপ্তির ব্যাপারে চেষ্টা করা।
মোঃ রিজাউল ইসলাম
প্রধান শিক
ডি,বি,পি উচ্চ বিদ্যালয়
চন্ডিপুর, কালুখালী, রাজবাড়ী।
ই-মেইলঃdbphighschool@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস