মৃগী বহু মুখী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী বাজারেঅবস্থিত। বিদ্যালয়টি কালুখালী উপজেলায় অবস্থিত হলেও পাংশা পৌরসভার অতি নিকটে। বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে গড়াইনদী। বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত মনোরম। বিদ্যালয়টি একটি দ্বিতল ভবন ও ২টি আধাপাকা গৃহে ৯টি শ্রেণীকসহ মোট ১২টি ক রয়েছে। পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা পেলে বিদ্যালয়টি মাধ্যমিক শিক্ষাবিস্তারে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে পারে।বিদ্যালয়টি বর্তমানে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা চালু আছে। সৃষ্টি লগ্ন হতে পাশের হার সন্তোষজনক। বিদ্যালয়টি ১৯৮২সালে প্রথম এমপিও ভূক্ত হয়।
কালুখালী উপজেলার মৃগী ইউণিয়নের কিছু শিক্ষালোক,জ্ঞানীলোক, সমাজের অর্থশালী বিত্তবান সুশিক্ষিত ব্যক্তিদের প্রচেষ্টায় বিদ্যালয়টি ১৯৪৭সালে প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৯সালে মাধ্যমিক স্তরে স্বীকৃতি লাভ করে। এলাকার জ্ঞানী গুনী ব্যক্তিবর্গ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করে। বর্তমানে তাঁরা কেউই জীবিত নাই।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ ১৪/০৩/২০১২ইং তারিখে শেষ হবে এবং নির্বাচিত নতুন কমিটির কার্যক্রম বোর্ডের বিবেচনাধীন আছে। ফটোকপি সংযোজন করা হলো।
পাবলিক পরিক্ষারফলাফল
সন শতকরা পাশের হার
২০০৭৫৮.০১%
২০০৮৯৪.২৩%
২০০৯৮৩.১২%
২০১০৮৮.৬৭%
২০১১৯৩.৯৩%
অর্জন
ভবিষ্যৎ পরিকল্পন
মৃগী, কালুখালী, জেলাঃ রাজবাড়ী । 01756824569
mrigimlhigh@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস