রাজবাড়ী জেলার বৃহৎপাংশা উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে কালুখালী উপজেলা গঠিত। ইউনিয়নগুলো হচ্ছে :রতনদিয়া ইউপি,কালিকাপুর ইউপি, বোয়ালিয়া ইউপি, মাঝবাড়ী ইউপি, মদাপুর ইউপি, মৃগী ইউপি ও সাওরাইল ইউপি। ২০১০ সালে জুন মাসে কালুখালী উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। উপজেলার প্রশাসনিক ভবন চন্দনা নদীর তীরে কালুখালী ডিগ্রী কলেজের দক্ষিন-পূর্ব পার্শ্বে পাকা রাস্তা সংলগ্ন । এ উপজেলার উত্তরে পদ্মা নদী ও পাবনা জেলার সুজানগর থানা এলাকা, দক্ষিণে বালিয়াকান্দি উপজেলার নবাববপুর ও ইসলামপুর ইউপি এবং মাগুরা জেলার শ্রীপুর থানা, পূর্বে রাজবাড়ী জেলার খাঁনগঞ্জ, চন্দনা ও রামকান্তপুর ইউপি, পশ্চিমে পাংশা পৌরসভা, মৌরাট, পাট্টা ও হাবাসপুর ইউনিয়ন এলাকা। এ উপজেলার জনসংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৪৪ জন। আয়তন ১৬,৯৫৮ বর্গ কিলোমিটার। শিক্ষার হার ৫১.০২% ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস