Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গজারিয়ার বিল
স্থান
কালুখালী উপজেলা ০৩ নং বোয়ালিয়া ইউনিয়ন গ্রাম ।
কিভাবে যাওয়া যায়
কালুখালী উপজেলা হতে পায়ে হেটে অথবা রিক্সা, অটোরিক্সা, ভ্যান যোগে যাওয়া যায়।
বিস্তারিত

গজারিয়ার বিলঃ  এ বিলটি রাজবাড়ী জেলার ০৩ নং বোয়ালিয়া ইউনিয়নে অবস্থিত। বিলটি স্থানীয় লোকজনের কাছে গজারিয়ার বিল নামে পরিচিত। বিলটি প্রায় ২০০০(দুই হাজার) পাখি জমি নিয়ে সংগঠিত হয়েছে। বিশাল বড় বিলটিতে পাওয়া যায় নানা ধরনের মাছ ও প্রানি। বিলটির উত্তরে বোয়ালিয়া ইউনিয়ন দক্ষিনে মৃগী ইউনিয়ণ পূর্ব পাশে মদাপুর এবং পশ্চিমে পাংশা উপজেলা অবস্থিত। বিলটিতে প্রতিবছর পানি মৌসুমে শত শত ট্রলার যোগে, নৌকা যোগে আনন্দ ভ্রমন করতে আসে। বিলটি চারিদিক পানিতে পরিপূরন থাকে সবুজ ঘাসে ভরা দেখতেই প্রান জুরিয়ে যায়। বিলের পাশে গিয়ে দাড়ালেই হু হু শব্দে বাতাস বয়ে যায়। যতদুর চোক যায় শুধু ধু ধু প্রান্তর পানি আর পানি। অনেক দূর থেকে মানুষ এখানে আসে দর্শনের জন্য।