মীম মসজিদঃ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ০১ রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে মীম মসজিদটি অবস্থিত। ১৩৬০ সালে মীম মসজিদটি প্রতিষ্ঠিত হয়। অনেক পুরানো মসজিদ এটি। মসজিদটির প্রতিষ্ঠাতার খাতায় নাম লেখান মোঃ সিরাজ মন্ডল এবং তনু কবিরাজ। কালুখালী উপজেলার সর্ববৃহত পাচ গম্বুজ বিশিষ্ঠ একতল ভবণ মসজিদ এর মত কালুখালীতে আর নেই।এটাই সবচেয়ে বড় এবং পুরোনো মসজিদ। এ মসজিদটিকে ঘিরে অনেক গল্প গাথা আছে যা এলাকার মানুষের মুখে শোনা যায়। মসজিদটি অনেক পুরানো বলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এটা দর্শন এবং নামায পড়তে। এই মসজিদটিতে প্রতিবছর ঈদের নামাজ আদায় করা হয়।মসজিদটিতে অনেকে আবার মুক্ত হস্তে দান করেও থাকেন গুনাহ মাফ পাওয়ার জন্য। মীম মসজিদটি ঐতিহ্যবাহী এবং দর্শনের জন্য উপযোগী বলে মনে করেন স্থানীয় বাসিন্দরা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস