Wellcome to National Portal

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কালুখালী,রাজবাড়ী এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৃগী শহীদ দিয়ানত কলেজ

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

রাজবাড়ী জেলার  কালুখালী উপজেলাধীন মৃগী ইউনিয়ন এর মনোরম পরিবেশে এলাকার সর্ব্সাধারনের প্রচেষ্টায় ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠা লাভ করে। ২০০১ সালে কলেজটি উচ্চ মাধ্যমিক কলেজ হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়। কলেজটিতে মানবিক, বিজ্ঞান ও ব্যাবসায় শিক্ষা শাখা খোলা আছে। ২০০২ সালে কলেজটি ডিগ্রি কলেজে উন্নতি হয়। ডিগ্রী কোর্সে বিএ, বি, এস, এস, শাখা চালু আছে। ২০১১ সালে কলেজটিতে উন্মুক্ত কোর্স চালু করা হয়। কলেজটিতে ছাত্র- ছাত্রীর সংখ্যা খুবই সন্তোষজনক।