রাজবাড়ী জেলার ৫ম তম প্রতিষ্ঠিত উপজেলা কালুখালী৷ নিকারের ৯৪তম বৈঠকের সিদ্ধান্তে উপজেলা গঠিত হয়। ১৬ নভেম্বর ২০০৯ খ্রি. তারিখ প্রজ্ঞাপন জারী হয়। প্রজ্ঞাপন নং স্থাসবিউপ-২/সি-১/২০০৯/৭৯৪। পাংশা উপজেলার ০৭ টি ইউনিয়ন যথাক্রমে (১) রতনদিয়া (২) কালিকাপুর (৩) বোয়ালিয়া (৪) মাঝবাড়ী (৫) মদাপুর (৬) মৃগী (৭) সাওরাইল ইউনিয়নসমূহ নিয়ে “কালুখালী” উপজেলা ঘোষিত হয়। ২০১০ সালের জুন মাসে প্রাথমিকভাবে রতনদিয়া ইউনিয়ন পরিষদে ও ২০১৪ সালে নবনির্মিত উপজেলা কমপ্লেক্স ভবণে প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে। নির্বাচনী এলাকাঃ রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি)। কালুখালী উপজেলার উত্তরে: সুজানগর (পাবনা) জেলা, দক্ষিনে: শ্রীপুর (মাগুরা)জেলা ও বালিয়াকান্দি উপজেলা, পূর্বে: বালিয়াকান্দি রাজবাড়ী সদর ও পশ্চিমে পাংশা উপজেলা। আয়তনঃ১৬৯.৫৮ বর্গকিলোমিটার মৌজাঃ ১৬৬ টি, গ্রামঃ ১৬৬ টি। নদীঃ ০৪ টি (পদ্মা, গড়াই, চন্দনা ও হড়াই)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS