Wellcome to National Portal

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কালুখালী,রাজবাড়ী এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
মদাপুর রাজ-রাজেশ্বর মন্দির
Details

মদাপুর রাজ-রাজেশ্বর মন্দির :

     মদাপুরের বৃক্ষপুস্করিণী সমন্বিত রাজ-রাজেশ্বর(শিব) মন্দিরের বৃহৎ বটবৃক্ষের নীচে লোকেরা বহকাল যাবৎ পুজা দিয়ে আসছে। প্রকান্ড বটবৃক্ষকে নিয়ে অনেক গল্প কাহিনী লোক মুখে প্রচলিত আছে। অনেকে মানত করে বটবৃক্ষের নীচে সন্তানের আজন্ম লালিত মাথার চুল কেটে এখানে মানত পূরন করে। দেশ দেশান্তর থেকে শত শত মানুষ প্রতি বছর দোল যাত্রায় আগমন করে এবং একই সময়ে মেলা বসে। সাধারনত মঙ্গলবারে পূজা হয়। প্রায় চারশো বছড় ধরে এই রীতি চলে আসছে বলে জানা যায়।