অত্র মাদ্রাসায় ১,৩৫ একর জমি আছে। শিক্ষ প্রকৌশল অধিদপ্তর কৃতৃক নির্মিত ২ কক্ষ বিশিষ্ঠ ১টি ভবন, নিজস্ব উদ্যোগে নির্মিত ১টি দ্বিতল ভবন এবং ২টি আধাপাকা ভরণ রয়েছে, যা শ্রেণী কক্ষ হিসাবে ১২টি কক্ষ কম্পিউটার কক্ষ হিসাবে ১টি কক্ষ এবং ছাত্রী কমন রুম, খেলার মাঠ আছে। প্রতিষ্ঠানে সাধার বিজ্ঞান, এবং কম্পিউটার বিভাগ খোলা আছে।
অত্র এলাকার বিশিষ্ঠ সমাজ সেবক , শিক্ষানুরাগী জনাব মীর মোঃ আব্দুল বাতেন সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় ও এলাকার ধর্মপ্রাণ ব্যক্তিদের সমন্বয়ে ১৯৭৫ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য যে, মাদ্রাসাটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন কালিকাপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ন্ স্থান।
ক্রমিক নং | নাম | পদবী | মোবাইল নং |
0১ | মোঃ মতিউর রহমান বাদশা | সভাপতি | 01711382555 |
0২ | মোঃ লৎফর রহমান | সদস্য সচিব | 01714545348 |
0৩ | মীর মোঃ আঃ বাতেন | প্রতিষ্ঠাতা সদস্য | 01716437375 |
0৪ | মোঃ ইউনুছ আলী মোল্লা | বিদ্যাৎসাহী সদস্য | 01726459627 |
0৫ | মীর মোঃ আঃ ওহাব | দাতা সদস্য | 01754369548 |
পাবলিক পরিক্ষা ফলাফল সন্তোষজনক হওয়ায় ২০০৬ সালে ১,০০,০০০/- শিক্ষা উদ্দিপনা লাভ করেছে।
২০১৩ সালের মধ্যে প্রতিষ্ঠানে বাউন্ডারি ওয়াল এবং একটি দ্বিতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
মোঃ লুৎফর রহমান
অধ্যক্ষ
রায়নগর দারুল উলুম মাদ্রাসা
০২ নং কালিকাপুর ইউনিয়ন
কালুখালী, রাজবাড়ী।
মোবাইলঃ০১৭১৪৫৪৫৩৪৮
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS