কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে অবস্থিত মাজবাড়ী জাহানারা বেগম কলেজ। কলেজটি ১৯৯১ সালে স্থাপিত হয়। বর্তমান কলেজটি কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে অনুমোদিত হয়েছে।
ইতিহাসঃ শিক্ষা দিক্ষায় অত্র এলাকাটি ছিল খুবই অনগ্রসর। এলাকাবাসীর বেশীরভাগই দরিদ্র সীমার নিচে বাস করত। মাধ্যমিক পাশের পূর্বেই ছেলে মেয়েরা শিক্ষা থেকে বাদ পড়ে যেতদ।এসব কথা ভেবেই এ এলাকার সচেতন ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন সরদার ১৯৭২ সালে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন কতরেন। কিন্তু দূর্ভাগ্য বশত তিনি হটাৎ গুলি বিদ্ধ হন। এরপর সকল তৎপরতা থেমে যায়। অতপর ১৯৮৭ সালে বীর মুক্তিযোদ্ধা জনাব আবু হোসেন সরদার, জনাব রফিক হোসেন চৌধুরী, জনাব জমশেদ উদ্দিন মিঞা, জনাব হাবীবর রহমান এবং এলাকার সর্বসাধারনের সমন্বয়ে বহু ঘাত প্রতিঘাতের মধ্যদিয়ে কলেজটির যাত্রা শুরু হয়। সে সময় সভাপতির দায়ীত্ব পালন করেন জনাব হবিবর রহমান সাহেব।
অত্র কলেজে বিগত ৫ বৎসরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলঃ
পাশের সন | শাখা | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার | গড় পাশের হার |
২০০৭ | উচ্চ ম্যাধমিক | ৫৪ | ২৫ | ৪৬.২৯ |
|
উচ্চ ম্যাধমিক(বি,এম) | ৬৬ | ৪৮ | ৭২.৭২ |
| |
| ১২০ | ৭৩ |
| ৬০.৮৩ | |
২০০৮ | উচ্চ ম্যাধমিক | ১১১ | ৮৯ | ৮০.১৮ |
|
উচ্চ ম্যাধমিক(বি,এম) | ৬৬ | ৫৯ | ৮৯.৩৯ | ৮৩.৬১ | |
| ১৭৭ | ১৪৮ |
|
| |
২০০৯ | উচ্চ ম্যাধমিক | ১১৭ | ৭০ |
|
|
উচ্চ ম্যাধমিক(বি,এম) | ৬১ | ৬১ | ৫৯.৮২ |
| |
| ১৭৮ | ১৩১ | ১০০ |
| |
২০১০ | উচ্চ ম্যাধমিক | ১৯৮ | ১০৭ |
| ৭৩.৫৯ |
উচ্চ ম্যাধমিক(বি,এম) | ৬০ | ৩৬ | ৫৪.০৪ |
| |
| ২৫৮ | ১৪৩ | ৬০.০০ |
| |
২০১১ | উচ্চ ম্যাধমিক | ১৭২ | ১০৪ |
| ৫৫.৪২ |
উচ্চ ম্যাধমিক(বি,এম) | ৬০ | ৪৮ | ৬০.৪৬ |
| |
| ২৩২ | ১৫২ | ৮০.০০ |
| |
|
|
|
|
| ৬৫.৫১ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS