অত্র বিদ্যালয়টি ১৯৬৯ ইং সালে প্রতিষ্ঠিত ।প্রথম জুনিয়ন ২১-০৪-১৯৭৩ ইং সালে স্বীকৃতি এবং পরবর্তীতে মাধ্যমিক হিসাবে ০১-০১-১৯৮৭ ইং সালে স্বীকৃতি পায়। বিদ্যালয়টিতে বিজ্ঞান, মানবিক, বানিজ্য, কৃষি, কম্পিউটার শাখা খোলা আছে। ছাত্র-ছাত্রীর সংখ্যা সন্তোষজনক। জেেএস,সি,ও এস,এস,সি পরীক্ষার ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়টি ছায়াঘেরা মনোরম পরিবেশে অবস্থিত।
অত্র বিদ্যালয়টি ১৯৬৯ ইং সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন এলাকার কিছু ত্যাগী, কর্মঠ ও দেশ প্রেমিক বিদ্যোৎসাহী ব্যক্তি বর্গের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে এই প্রতিষ্ঠানটি হাটি হাটি পা পা করে বর্তমানে এক সম্মানের দারপ্রান্তে পৌছেছে। সেই সব প্রতিষ্ঠারতাদের মধ্যে উল্লেখযোগ্য মহিয়ষী ব্যক্তি জনাব উৎপলেন্দু নাথ স্যার্নাল মঙ্কু, জনাব ডাঃ মোঃ এ,কে এম ওয়াহিদ, জনাব মোঃ ইসমাইল হোসেন, জনাব মোঃ জসিম উদ্দিন খলিফা। পরবর্তীতে অনেকের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যে নিয়ে বিদ্যালয়ের অনেক সমস্যা সমাধান করা হয় যাহা বর্তমানেও প্রচোলিত আছে।
ক্রমিক নং | সাল | পাশের হার |
০১ | ২০০৭ | ৫৭.৩৬% |
০২ | ২০০৮ | |
০৩ | ২০০৯ | ৭৮% |
০৪ | ২০১০ | ৯১.২৩% |
০৫ | ২০১১ | ৮২.৪% |
২০,০০০/=(কুড়ি হাজার) টাকা শিক্ষক উদ্দীপনা এবং ১০,০০০/= (দশ হাজার) টাকা) বিষয় উদ্দীপনা ।
রাজবাড়ী জেলার এক নম্বর অবস্থানে থাকার পরিকল্পনা।
গ্রামঃ বৃগোপালপুর, ডাকঘরঃ হাটমদাপুর, উপজেলাঃ কালুখালী, জেলাঃ রাজবাড়ী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS