বিদ্যালয়টি ১৯৯৪ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্টিত । প্রথমে ১৯৯৭ সালে জুনিয়র বিদ্যালয় স্বীকৃতি পায়। পরবর্তীতে ২০০৬ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়। বিদ্যালয়টিতে বিজ্ঞান,মানবিক,কৃষি ও কম্পিউটার শাখা খোলা আছে। ছাত্র ছাত্রী সংখ্যা সন্তোষজনক। জে,এস,সি শতভাগ পাশ ও এস,এস,সি পরীার ফলাফল সন্তোষজনক বিদ্যালয়টি সড়ক সংলগ্ন ছায়াঘেরা মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত।
১৯৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় ইতিহাস খুবই আনন্দজনক। তৎকালীন সময়ে অত্রগ্রামীন এলাকা বাসী শিার আলোয় আলোকিত হওয়ার লে গন্যমান্য ব্যক্তি বর্গের সমন্বয়ে বৈঠকের মাধ্যমে বিদ্যালয় গড়ার সংকল্প পোষণ করে । এহেন অবস্থায় অত্র এলাকায় কৃতি সন্তান জনদরদী সাবেক যুগ্ন সচিব, সংস্থাপন মন্ত্রনালয় তাঁহার পিতা মরগুম আবু জাফর ছাকেন উদ্দিন সাহেবের নামে বিদ্যালয়টি উৎসর্গ করিবার লে সমস্ত ব্যায়ভার গ্রহন করিতে সম্মত হয় । দিনে দিনে বিদ্যালয়টি জুনিয়র থেকে মাধ্যমিক পর্র্যায়ে উন্নীত হয়। বিদ্যালয়ের ছাত্র সংখ্যা, জে, এস, সি ও এস,এস,সি পরীার ফলাফল সন্তোষকজনক।
বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ নিয়মিত ।
বিগত ৫ বছরের পাবলিক ফলাফল ঃ ২০০৭ = ৪৪.৪৪, ২০০৮ = ৬৫.১১, ২০০৯ = ৫৭.১৪
২০১০ = ৫৪.৫৪,২০১১ = ৭৯.৩৬।
বিগত ৫ বছরের পাবলিক ফলাফল ঃ ২০০৭ = ৪৪.৪৪, ২০০৮ = ৬৫.১১, ২০০৯ = ৫৭.১৪
২০১০ = ৫৪.৫৪,২০১১ = ৭৯.৩৬।
ভবিষ্যত পরিকল্পনা ঃ কলেজিয়েট বিদ্যালয় করার পরিকল্পনা ।
এ,জেড,এম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়
সাতটা, উপজেলাঃ কালুখালী, জেলাঃ রাজবাড়ী।
মোবাইলঃ
ই-মেইলঃ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS