বিবরনঃ রাজবাড়ী জেলাধীন নবগঠিত কালুখালী উপজেলার প্রাণ কেন্দেও পদ্মা নদী বিধৌত সমতল ভূমিতে চন্দানা নদীর উত্তরে ১৯৪১ সালে অত্র এলাকার জ্ঞানের আলোক শিখা প্রজ্জ্বোলিত করার নিমিত্তে রজনীকান্ত নাথ লাল এর সুযোগ্য পূত্র বাবু মাখন লাল নাথ বিদ্যায়টি গড়ে তোলে। কালুখালী রেওয়ে জংশন সংলগ্ন রতনদিয়া গ্রামে সবুজ শ্যামালিমায় আচ্ছাদিত এক মনোমুগ্ধকর পরিবেশ । পূর্বে ছায়া সবুজে ঘেরা আবাাসিক অঞ্চল , পশ্চিম ও উত্তরে সদা প্রাণ চঞ্চল রতনদিয়া বাজার এবং দক্ষিণে প্রবাহমান চন্দনা নদী। বিদ্যালয়টি ৪টি ভবনের মধ্যে ১টি দ্বিতল,২টি এক তলা ভবন ও ১টি আধাপাকা টিনসেড ঘর। আরোও রয়েছে বিজ্ঞান ভবন, স্কাউট দল, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রযোগিতা, কুইজ , নাচ-গান ও বিভিন্ন খেলাধুলার সু-ব্যবস্থা। বিধ্যালয়টি জেলা কোড-৩২ উপজেলা কোড-৪৭। এখন স্কুলটিতে তিন তলা মডেল ভবন নির্মান করা হয়েছে।
প্রতিষ্ঠাকাল
1941
ইতিহাস
ইতিহাসঃ বিশ্ববিখ্যাত চিত্র শিল্পী আঃ রশীদ চৌধূরী পদ স্পর্শে রতনদিয়ার যে মাটি ধন্য হয়েছে সে মাটিতেই কালে স্বাক্ষী চন্দনা নদীর তীরে একটি প্রত্যন্ত জনপদ রতনদিয়া শিক্ষা বিস্তারের লক্ষ্যে যার রেয়ছে প্রায় শতাব্দী ব্যাপি ঐতিহ্য অবদান । ভারত বর্ষে তখন ব্রিটিশ রাজত্ব অর্থাৎ ১৯৪১ সাল। অত্র এলাকার শিক্ষানুরাগী বিদদের সঙ্গে নিয়ে রজনীকান্ত লাল নাথের সুযোগ্য পুত্র বাবু মাখন লাল নাথ গড়ে তোলেন রতনদিয়া রজনীকান্ত এম ই স্কুল। কলকাতা ইউনিভারসিটি কর্তৃক ১৮/০২/১৯৪৪ খ্রিঃ রতনদিয়া আর, কে, এম ই স্কুল হিসাবে স্বীকৃতি লাভ করে। একে যারা প্রধান শিক্ষক হিসাবে সেবা দিয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন তারা হলেন।
বাবু যোগেন্দ্র নাথ সেন(বি,এ) বাবু অতুল্য রতন বিশ্বাস সন্তোষ কুমার লাহেরী জনাব হবিবর রহমান, জনাব মোঃ জমসেদ উদ্দিন মিয়া ইত্যাদি।
প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
Image
Name
Mobile
Email
অন্যান্য শিক্ষকদের তালিকা
Image
Name
Mobile
Email
ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
ছাত্র/ছাত্রী শ্রেণী ভিত্তিক সংখ্যাঃ শ্রেণীর নাম ও শাখা ছাত্র/ছাত্রী সংখ্যা মন্তব্য
৬ষ্ঠ-( A+B+C) ৪০২
৭ম-( A+B) ৩০০
৮ম-( A+B) ২৫০
৯ম-( A+B) ১৪১
১০ম-( A+B) ১২০
মোট= ১২১৩
পাশের হার
৯৮%
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
পরিচালনা কমিটির তথ্যঃ নিয়মিত
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
পাবলিক পরিক্ষার ফলাফল সন পরিক্ষার্থীর সংখ্যা পাশ পাশের হার
২০০৭ ১২৪ ৪২ ৩৪%
২০০৮ ৭৪ ৬৭ ৯০.৫৪%
২০০৯ ১১৮ ৭৩ ৬২%
২০১০ ১৩৭ ১১০ ৮০.২৯%
২০১১ ১৮৩ ১৪৯ ৮১.৪২%
মোট=
শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
অর্জন
অর্জ্নঃ আজ থেকে প্রায় শত বছর পূর্বে চন্দনা নদীর অববাহিকায় িএই অঞ্চলটির শিক্ষার হার যখন ছিল প্রায় শুণ্যের কোঠায় ব্রিটিশ বেনিয়ান্স কোম্পানির দমন নির্যাতন,নিপিড়ন, নিপেশীত ঠিক সেই মুহুর্তে বাবু মাখন লাল নাখ মহাশয় এলাকাবাসীর সহোগীতায় ১৯৪১ সালে প্রতিষ্ঠা করেন এলাকার শিক্ষার আলো জ্বালাতে।আর সেই থেকে আলোর প্রদীপ শিখা স্বরুপ বিদ্যালয়ঢটি প্রায় ৯০% জনগোষ্ঠীর শিক্ষার আওতায় এনেছে। যা বিদ্যালয়টির সবচেয়ে বড় অর্জন।