সংক্ষিপ্ত বর্ননাঃ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন পাতুরিয়া আদর্শ্ বিদ্যালয়টি গড়াই নদীর তীরে মনোরম
পরিবেশে পাতুরিয়া গ্রামে অবস্থিত। উপজেলা থেকে বিদ্যায়টির দূরুত্ব ১৩ কিঃমিঃ । বিদ্যলয়ের পাশ দিয়েই একটি পাকা সংযোগ সড়ক রয়েছে। বিদ্যলয়টি বালিযাকান্দি, শ্রীপুর ও কালুখালী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত যে, কারনে তিনটি উপজেলার ছাত্র-ছাত্রী বিদ্যালয়টিতে অধ্যায়ন করার সুযোগ পায়।
ইতিহাসঃ পাতুরিয়া গ্রামের যুব সম্পপ্রদায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার শিক্ষানুরাগী ও এলাকার সর্ব্সাধারনের সহযোগিতায় বিদ্যালয়টি প্রষ্ঠিা লাভ করে। প্রতিষ্ঠাকালীন সময়ে প্রষ্ঠিতা প্রধান শিক্ষক ও জনাব মোঃ আব্দুল্লাহ মান্নান ,সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আমজাদ হোসেন ও জনাব মোঃ আব্দুল্লাহ ইব্রাহীম বিদ্যালয়টি প্রতিষ্ঠা অগ্রণী ভূমিকা পালন করেন।
পরিচালনা কমিটিঃ বর্তমান ১১(এগার) সদস্য বিশিষ্ঠ ম্যানেজিং কমিটি দ্বারা স্কুল পরিচালিত।যার মেয়াদ ১৯/০৬/২০১৪ হতে ১৮/০৬/২০১৬
ফলাফলঃ ২০০৭=৯৩% ২০০৮=৯২.৬% ২০০৯=৯২.২% ২০১০=৮৬.৬% ২০১১=৯০.২% ২০১২=৯১.২
শিক্ষার নাম উন্নয়নে প্রতিষ্ঠান ও এলাকার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক প্রতিবছর মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এলাকার শিক্ষার হার বৃদ্ধি তথা উচ্চ শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান ও মানব সম্পদ সৃষ্টিতে সহায়ক ভুমিকা পালন করছে।
পরিকল্পনাঃ শিক্ষক প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। বিদ্যলয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং এলাকাবাসীর সাথে বিদ্যালয়ের সম্পর্কের উন্নয়ন করা ।
01716-812854
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS