চরকুলটিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসা, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাজবাড়ী ইউনিয়নের পচাকুলটিয়া মৌজায় অবস্থিত মাদরাসাটি বর্তমানে কালুখালী উপজেলায় অবস্থিত ।মাদরাসাটিতে বিজ্ঞান, কৃষি,ও কমপিউটার শাখা খোলা আছে। মাদরাসাটির পরিবেশ অত্যান্ত মনোরম । মাদরাটি একটি একতলা পাকা ভবন ও ৪টি কাচা গৃহে ১০টি শ্রেনী কসহ মোট ১২টি ক রয়েছে ।পূর্নাঙ্গ সুযোগ সুবিধা পেলে মাদরাসাটি দাখিল স্তরে শিা বিস্তারে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে পারে।
চরকুলটিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসাটি পূবে ছিল ফুরকানিয়া মাদরাসা যাহা ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত।পরবর্তিতে ইবতেদায়ী মাদরাসা অনুমোদন লাভ করে।১৯৮২ ইং সালের পূর্বে অত্র এলাকায় আর কোন দাখিল মাদরাসা না থাকায় সর্ব সাধারনের ছেলে মেয়েদের ধর্মীয় শিার ব্যবস্থা চিন্তা করে মোঃ মোসলেম উদ্দিন সাহেবের নেতৃত্বে স্থানীয় জনগন এর জমি দানের মধ্য দিয়ে একটি দাখিল মাদরাসা স্থাপনের সিদ্ধান্ত সর্বসাধারনের সম্মতিক্রমে গৃহিত হয় ঐ সভায় সভাপতিত্ব করেন মোঃ মোসলেম উদ্দিন সাহেব। তখন থেকেই দাখিল মাদরাসার কার্যক্রম চলতে থাকে এবং ১৯৮৭ সালে ১লা জানুয়ারী দাখিল মাদরাসা হিসাবে সরকারী স্বীকৃত লাভ করে ।
০১ জনাব মোঃ আশরাফ হোসেন সভাপতি
০২ জনাব মোঃ সিরাজুল ইসলাম সুপার / সম্পাদক
০৩ জনাব মোঃ মোসলেম উদ্দিন প্রতিষ্ঠাতা সদস্য
০৪ জনাব আজাহার আলী মোল্যা দাতা সদস্য
০৫ জনাব মতিয়ার রহমান খাঁন কো-অপ্ট সদস্য
০৬ জনাব লিয়াকত আলী খাঁন অভিভাবক সদস্য
০৭ জনাব মোনায়েম হোসেন অভিভাবক সদস্য
০৮ জনাব মোশাররফ হোসেন অভিভাবক সদস্য
০৯ জনাব শাজাহান আলী মন্ডল অভিভাবক সদস্য
১০ জনাবা রোকেয়া বেগম সংরতি মহিলা অভিভাবক সদস্য
১১ জনাব মোঃ আমিরুল ইসলাম শিক প্রতিনিধি সদস্য
১২ জনাব জয়নাল আবেদীন শিক প্রতিনিধি সদস্য
বিগত ৫ বছরের সমাপনী জে.ডি.সি, ২০১০সাল= ১০০%, ২০১১সাল =৯৩.৬১%,
ইবঃ৫ম শ্রেনীর সমাপনী, ২০১০সাল= ১০০%, ২০১১সাল= ৯৬.১৫%,
পাবলিক পরীার ফলাফল
২০০৭সাল = ৭৩.৬৮%, ২০০৮ সাল =৯৪.৪৪%, ২০০৯সাল = ৮৭.১৭%, ২০১০সাল= ৮৯.৩৩%, ২০১১সাল = ৯৪.৬৪%,
অর্জন উদ্দীপনা পুরস্কার ৮০,০০০/=(আশি হাজার টাকা )
ভবিষ্যৎ পরিfকল্পনা উপজেলার শ্রেষ্ট মাদরাসা প্রতিষ্ঠা করা ও ১০০%পাশ নিশ্চিত করা।
মোবাইল নং - ০১৭১৬৭৬০৭৯৯
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS