রতনদিয়া গাযেবী মসজিদঃ
এটা কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির রুপসা গ্রামে অবস্থিত। এ মসজিদটি অনেক আগের দিনের তৈরী করা। এ মসজিদে রয়েছে গায়েবী মসজিদ। অনেক সুন্দর গ্রামের সুন্দর মসজিদটি।এই মসজিদটি গাযেবী মসজিদ হিসাবে নাম হওয়ার কারন হলো এই মসজিদের যে মাজার টি আছে সেটা কোন মানুষের কবর/মাজার নয় অনেক আগে এখানে এই মাজার শরীফটি গায়েবী ভাবে উঠে আসে আর সেখান থেকে এটার নাম হয় গায়েবী মসজিদ।
মদাপুর রাজ রাজেশ্বর গাছের মন্দিরঃ
এটা কালুখালী উপজেলার মদাপুর গ্রামে অবস্থিত, এটা অনেক পুরনো একটি গাছ, রাজা রাজশ্বের এর নামানুশারে এর নাম রাখা হয়। হিন্দুদের সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করেন যে, রাজা রাজ রাজেশ্বর তাদের দেবতা। তাই তার এই দেবতার কাছে মনের বাসনা নিয়ে এখানে পূজো দিতে আসেন। প্রতি সপ্তাহের শনি, মঙ্গলবার এখানে অনেক দুরদুরন্ত থেকে লোকজন এসে তাদের মনের চাওয়াটা পুরন করেন। তাদের বিশ্বাস এই দেবতার কাছে চাইলে তার মনের বাসনা পূর্ন হবে।
তাছাড়া এখানে চৈত্র মাসে বারোনি মেলার ও আয়োজন করা হয়। এমেলায় অনেক দূরদূরন্ত থেকে লোক জন আসে। কালুখালী উপজেলায় এটি একটি ঐতিহ্য হিসাবে ধরা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS