কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন এর মদাপুর গ্রামে অবস্থিত ঐতিহ্য বাহী ঈদগাহ ময়দান অনেক আগে ইউনিয়নের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ মিলে এটা নির্মান করেন। আস্তে আস্তে প্রজন্মের হাত ধরে এটি বড় আকার ধারন করে। এখন এই ঈদগাহ ময়দানটিতে ১০ গ্রামের লোক ঈদের নামায আদায় করে। এটা একটা এতিহ্য বাহী ঈদগাহ ময়দান।
বিভিন্ন লিপি ও পট্টলি থেকে পাওয়া এ অঞ্চলে সপ্তম ও অষ্টম শতকে বিভিন্ন কৌমভূক্ত উত্তর সূরীদের বসতি পাওয়া যায়। এরা হচ্ছে বাগদি, ঢোলবাহী , মুচি , চন্ডাল, চাগাল, বাউরি শ্রমজীবি , মালো , হাড্ডি ইত্যাদি সম্প্রায়। কালুখালী উপজেলার মোট ৯৮% লোক শুদ্র পর্যায়ের। এদের শরীরের রং তামাটে পীতবর্নের। আচার আচারনে হিন্দুদের অন্যান্য বর্ণের চেয়ে আলাদা। মুখমন্ডল প্রশস্ত হলেও নাক কিছুটা দাবা। এরা পাল শাসনের সময় কৈবর্তের একটি অংশ। এরা প্রাচীন নিগ্রোপটু ও দ্রাবির গোষ্টির লোক।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS