Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মদাপুর ঘোষ বাড়ী
Location
কালুখালী উপজেলা ০৫ নং মদাপুর ইউণিয়ন এর মদাপুর গ্রামে
Transportation
কালুখালী উপজেলা হতে পায়ে হেটে অথবা ভ্যান, রিক্সা, অটোরিক্সা, রিক্সা যোগে যাওয়া যায়।
Details

মদাপুর ঘোষ বাড়ীঃ  মদাপুর ঘোষ বাড়ী একটি পুরাতন পুরা বাড়ী, বাড়ী আনুমানিক ৩০০ (তিন)শত বছর পূর্বে প্রতিষ্ঠা হয়েছে বলে এখানকার লোকজন ধারনা করেন। বাড়ীটি প্রথমে প্রতিষ্ঠা করেন যাদ ঘোষ এবং মাধব ঘোস, তারা দুইজন আপন দুই ভাই ছিলেন। বাড়ীটি একটি রহস্য জনক বাড়ীটি দোতলা বিশিষ্ট এবং বাড়ীর পাশে শ্বান বাধানো বিশাল একটি পুকুর রয়েছে যেটা নাকি যাদব ঘোষ এবং মাধব ঘোষ কেটেছিলেন। বাড়ীটি পোড়ামাটির ইট দিয়ে তৈরী করা হয়েছে নানা কারুকাজ করা আছে, ভবনটির ছাদ দেওয়া আছে টিন দিয়ে। মানুষের মুখে গল্প শোনা যায যে যাদব ঘোষ এবং মাধব ঘোষ যখন বাড়ীটি তৈরী করে তখন নাকি কার অভিশাপে বাড়িটির কাজ সম্পূর্ণ করতে পারে নি। ওভাবেই রেখে তারা পরপারে চলে গেছে। কিন্তু তার বংশধর ২য় পুরুষ শরৎ ঘোষ, ৩য় পুরুষ হিরা লাল ঘোষ, ৪র্থ পুরুষ বটো কৃষ্ণ ঘোষ, এবং ৫ম পুরুষ বিমল চন্দ্র ঘোষ ও বিযাল চন্দ্র ঘোষ বাড়িটি ঠিক ওমনি ভাবেই সংরক্ষন করে আসছেন। বছরে অনেক দূর দূরান্ত থেকে হিন্দু, সম্প্রদায়ের লোক এখানে আসেন বাড়িটি সম্পর্কে একটু জানার জন্য।