Wellcome to National Portal

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কালুখালী,রাজবাড়ী এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মীম মসজিদ
Location
কালুখালী উপজেলা হতে উত্তর পশ্চিমে ০১ নং রতনদিয়া ইউনিয়ন এর মালিয়াট গ্রামে ।
Transportation
কালুখালী উপজেলা হয়ে পাকা রাস্তা ০১ নং রতনদিয়া ইউপির মালিয়াট গ্রামে অবস্থিত। পায়ে হেটে রিক্সা, অটোরিক্সা, ভ্যান ইত্যাদি যোগে যাওয়া যায়।
Details

মীম মসজিদঃ   রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ০১ রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে মীম মসজিদটি অবস্থিত। ১৩৬০ সালে মীম মসজিদটি প্রতিষ্ঠিত হয়। অনেক পুরানো মসজিদ এটি। মসজিদটির প্রতিষ্ঠাতার খাতায় নাম লেখান মোঃ সিরাজ মন্ডল এবং তনু কবিরাজ। কালুখালী উপজেলার সর্ববৃহত পাচ গম্বুজ বিশিষ্ঠ একতল ভবণ মসজিদ এর মত কালুখালীতে আর নেই।এটাই সবচেয়ে বড় এবং পুরোনো মসজিদ। এ মসজিদটিকে ঘিরে অনেক গল্প গাথা আছে যা এলাকার মানুষের মুখে শোনা যায়। মসজিদটি অনেক পুরানো বলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এটা দর্শন এবং নামায পড়তে। এই মসজিদটিতে প্রতিবছর ঈদের নামাজ আদায় করা হয়।মসজিদটিতে অনেকে আবার মুক্ত হস্তে দান করেও থাকেন গুনাহ মাফ পাওয়ার জন্য। মীম মসজিদটি ঐতিহ্যবাহী এবং দর্শনের জন্য উপযোগী বলে মনে করেন স্থানীয় বাসিন্দরা।