হযরত শাহ পালোয়ান আনছারী ওরফে আদম শাহ মল্লিক এর মাজার শরীফ: হযরত শাহ পালোয়ান আনছারী ওরফে আদম শাহ মল্লিক, পিতা: অজ্ঞাত, তিনি গত ১৭৫৭ সনের পরইরান খোরাশান হতে ইসলাম ও কাদেরিয়াতরিকার পীর হিসাবে এই সুফী দরবেশের আগমন। উক্ত মাজার শরীফটি রাজবাড়ী জেলার নবগঠিত কালুখালী উপজেলাধীন ০৬নং মৃগী ইউনিয়নের অর্ন্তগত ০৩নং ওয়ার্ডের শিকজান গ্রামের প্রাক্তন ইউ,পি সদস্য জনাব মো: শাহজাহান সিরাজের বাড়ীর উপর অবস্থিত। উক্ত পীর আওলিয়া এই সুফী দরবেশের মাজার শরীফের ওছিলায় আল্লাহর রহমতে হাজার হাজার মানুষ বিভিন্ন সমস্যা এবং রোগ থেকে মুক্তি পাচ্ছেন। উক্ত দরবেশের পুত্র হযরত শাহ আতিউল্লাহ ওরফে শিতলশাহ এর মাজার শরীফ বালিয়াকান্দী উপজেলাধীন নারুয়া ইউপি এর অর্ন্তগত খালিয়া গ্রামে অবস্থিত। তার পুত্র হযরত ফকির এর মাজার শরীফ নবাবপুর ইউনিয়নের দক্ষিন বাড়ী গ্রামে অবস্থিত। তার পুত্র হযরতখাজা শাহ সুফী ফকির বাহাদুর আলীচিশতীনিজামী ও তার পুত্র হযরত শাহ সুফী ফকির আব্দুস সামাদ চিশতীনিজামী ও হযরত শাহ সুফী ফকির মোজাম্মেল চিশতীনিজামী উভয়ের মাজার শরীফ নবাবপুর ইউনিয়নের অর্ন্তভূক্ত দক্ষিন বাড়ী গ্রামে অবস্থিত। উক্ত হযরত শাহ সুফী ফকির আব্দুস সামাদ চিশতীনিজামী তার পুত্র শাহ সুফী ড: ফকির আব্দুর রশিদ চিশতীনিজামী সাবেক অদ্যক্ষ, রাজবাড়ী সরকারী কলেজ ও পীর সাহেব রাজবাড়ী খান কায়েচিশতীয়া ১৯৬৩ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এম,এও বি,সি,এস ও পরেপি, এইচ, ডি, লাভ করেন।উক্ত পীর শাহ সুফী ফকির আব্দুর রশিদ চিশতী নিজামী এর সহদর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুর রাজ্জাক চিশতী নিজামী বাংলাদেশ আওয়ামীযুবলীগের প্রেসিডেন্ট ছিলেন এবং বাংলা রবানী পত্রিকার প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহকারী সম্পাদক ছিলেন বর্তমান সাংবাদিক পেশায় নিয়োজিত আছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS