মাওলানা কলিমদ্দিন খান (রা) মাজার শরীফঃ হযরত আবু বক্কার সিদ্দিক আল কুরাইশ শি মোজাদ্দেদী জামান (রা) দাদা হুজুর পির কেবলা ফুরফরা শরীফ এর মূরীদ খেলাফদি প্রাপ্ত হযরত মাওলানা কলিমদ্দিন খান (রা) পুরাতন কালুখালী। তিনি ফুরফুরা শরীফ থেকে কামেল/ডিগ্রি অর্জন এর সাথে ধর্মীয় ঙ্গ্যানের আধ্যাতিক ঙ্গান লাভ করেন। তারপর তিনি দর্ম প্রচারের জন্য কালুখালী গ্রামে আসেন। অনেক দিন জাবত ধর্ম প্রচার করা পর তিনি মহামারিতে ১৯৪০ সালে পরলোক গোমন করেন। বর্তমানে তার নামে পুরাতন কালুখালীতে একটি কাওমী মাদরাসা আছে। সেখানে ছেলেদের হাফিজি পড়ানো হয় বর্তমান ছাত্র সংখ্যা ষাট(৬০)জন।মাজারের পাশে একটি মসজিদ আছে এবং পাশে কিছু কবর আছে।বর্তমান কলিমদ্দিন খাঁন (রা) মাজারে আলতাফ নামে একজন প্রধান শিক্ষক আছেন তিনি মাজার দেখাশনা ও ছেলেদের এলেম শিক্ষা দেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS